প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

ফজলুপুরে ককটেল মামলায় অপপ্রচারের প্রতিবাদ আহ্বায়ক রফিকুল ইসলামের

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৭নং ফজলুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম অভিযোগ করেছেন, ককটেল বিস্ফোরণ মামলায় তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে।

রফিকুল ইসলাম জানান, ফজলুপুর ইউনিয়নের বিএনপি পার্টি অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার বাদী তিনি নিজেই। কিন্তু দলের কিছু হাইব্রিড নেতা—যাদের আত্মীয়স্বজন এ মামলায় জড়িত থাকতে পারে—তাকে অপদস্থ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।

তিনি দৃঢ়ভাবে বলেন, “আমি কোনো আওয়ামী লীগ নেতাকর্মীর জামিনের জন্য কোনো ধরনের প্রত্যয়নপত্র প্রদান করিনি, কোনো স্বাক্ষরও করিনি। আমাকে দল থেকে সরিয়ে মামলায় জড়িত তাদের স্বজনদের রক্ষা করার ষড়যন্ত্র চলছে।”

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে রফিকুল ইসলাম দলের সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান জানান—বিষয়টির সত্যতা যাচাই করে সঠিক বিচার নিশ্চিত করার জন্য।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন