
নিজস্ব প্রতিবেদন: আজ ১২ আগস্ট গর্বের সাথে ১০টি বছর পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছে জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল এম টি আই টেলিভিশন। ২০১৪ সালের ১২ আগস্ট আজকের এই দিনে প্রয়াত সাংবাদিক সোহেল রানা এম টি আই মাল্টিমিডিয়া নামক একটি অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল চালু করেন । যেখানে মূলত সামাজিক কার্যক্রম, নাটক, শর্ট ফিল্ম, টেলিফিল্ম, মিউজিক ভিডিও এবং পাশাপাশি বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সংবাদ প্রকাশ করতেন। রংপুর মাহিগঞ্জ প্রয়াত সাংবাদিক সোহেল রানা’র জন্মস্থান। তবে তিনি তার মিডিয়া প্লাটফর্ম ঢাকা বিজয়নগর থেকে চালাতেন। ২০১৭ সালে তিনি হঠাৎ মারাত্মক ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। অতঃপর তিনি তার জন্মস্থান মাহিগঞ্জে চলে আসেন এবং চিকিৎসা গ্রহণ করেন। এ সময় তার মিডিয়া প্লাটফর্মে প্রায় ১২৬ জন কাজ করতেন। ১৭ সালের রংপুর চিড়িয়াখানায় একটি শুটিং ভিডিও করার সময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আহাদ মাহমুদের সাথে পরিচয় হয় প্রয়াত সাংবাদিক সোহেল রানা’র অতঃপর উক্ত মিডিয়ার সাথে সংযুক্ত হয় আহাদ মাহমুদ। আহাদ মাহমুদ মূলত তার এলাকার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করতো। তার কথাবার্তা, কার্যক্রম এবং অ্যাক্টিভিটিস দেখে এম টি আই মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত সাংবাদিক সোহেল রানা ভাই ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেন আহাদ মাহমুদকে। এম টি আই মাল্টিমিডিয়া এর ইউটিউব চ্যানেল কপিরাইট স্টাইক এর কারণে নষ্ট হয়ে যায়। তারপর ১৮ সালের মে মাসের ৩ তারিখে নতুন করে এম টি আই মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল করা হয়। ২০১৮ সালের অক্টোবর মাসের ২৬ তারিখে প্রয়াত ও সাংবাদিক সোহেল রানা ব্লাড ক্যান্সার জনিত রোগে মৃত্যুবরণ করেন। অতঃপর সোহেল রানা ভাইয়ের দুই ছেলে এক মেয়ে এবং তার স্ত্রী দিনাজপুর তার বাবার বাড়ি চলে যান। তারপর থেকে আহাদ মাহমুদ ধরে রেখেছেন প্রতিষ্ঠানটি এবং তার নামের সাথে এম টি আই যোগ করেছেন এবং ২০২১ সালে MTI Television – 24/7 নামে একটি ফেসবুক পেইজ চালু করে। এবং mtitelevision24.com নামে একটি ওয়েবসাইট তৈরি করেন। যেখানে প্রতিনিয়ত দেশ ও বিশ্বের সকল খবর নিয়মিত প্রকাশ করা হয়।