প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

ঐক্যের আহ্বান

ঐক্যের আহ্বান — সাঘাটার কর্মরত সাংবাদিকদের প্রতি! আসুন, ঐক্যবদ্ধ থাকি — অধিকার ছিনিয়ে আনি!
🖋️ সম্প্রতি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে গাইবান্ধার সাঘাটা প্রেসক্লাব আজ ১২ আগস্ট, বেলা ১১টায়, স্থানীয় সাঘাটা প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করছে।
প্রতিযোগিতা থাকবে, তবে বিরোধ নয়। সংগঠন আলাদা হলেও প্রতিবাদ, প্রতিরোধ ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলেই আমরা মাঠে-ঘাটে নিরাপদে কাজ করতে পারব, দুর্নীতির মুখোশ উন্মোচন করতে পারব, এবং আক্রমণের জবাব দিতে পারব।
আপনাদের নিশ্চয় মনে আছে—২০১১ সালে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাদুল্লাপুরের তিনটি সাংবাদিক সংগঠন এক হয়ে গড়ে তুলেছিল ঐক্যবদ্ধ সাদুল্লাপুর প্রেসক্লাব—যা তখন সারাদেশে ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছিল।
প্রিয় সহকর্মীরা, এই দেশে নিরাপত্তা কারও জন্যই নিশ্চিত নয়। বাঁচতে হলে নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে। তাবেদারি বা তেলবাজি নয়—সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখতে হবে। আমরা জানি, সাংবাদিকতা করলে বাধা, হামলা, নির্যাতন—এমনকি হত্যার ঝুঁকি থাকবেই। তবুও, বিপদে-আপদে, আনন্দে-দুঃখে সাংবাদিকের পাশে দাঁড়াবে সাংবাদিকই—এটাই আমাদের বড় শক্তি।
দুঃখজনকভাবে দেখা যায়, কেউ কেউ একে অপরের বিরুদ্ধে কাজ করে, এমনকি বিপদে ফেলতেও দ্বিধা করে না। এই প্রবণতা বন্ধ করতে হবে। আসুন—যে গণমাধ্যমেই কাজ করি না কেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করি, দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করি, আর পেশাগত উন্নতির জন্য একসাথে বসি, আলোচনা করি, সংগঠনকে কাজে লাগাই। মানুষের পাশে থাকি, এলাকার উন্নয়ন সম্ভাবনা ও সমস্যা তুলে ধরি, আওয়াজ তুলি।
আমি মনে করি—নেতৃত্ব বা পদের জন্য সংগঠন গড়ে তুলে সাংবাদিকতা নয়। আমার পেশা পরিচয়ে বলি—সাংবাদিকতা করি। আমরা কে কেমন সাংবাদিকতা করি, সমাজের মানুষ আমাকে কতটা চেনে এবং কিভাবে দেখে—এটাই বড় কথা। আপনি একজন গণমাধ্যমকর্মী—এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।
নিজের নিরাপত্তা, সুরক্ষা, পেশাগত অধিকার, পরিবারের নিরাপত্তা এবং সর্বোপরি স্বাধীন সাংবাদিকতা করতে চাইলে আমাদের এক হওয়ার বিকল্প নেই। এক থাকলে—যে কেউ আঙুল তুললে, তার আঙুল ভেঙে দেওয়ার ক্ষমতা থাকবে। তা না হলে আমাদের প্রতিনিয়ত হামলা, মামলা, হয়রানি, নির্যাতন—এমনকি হত্যার শিকার হতেই হবে।
প্রিয় সহকর্মীরা, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি—অধিকার ছিনিয়ে আনি! সাংবাদিকতার জন্য এক কাতারে, এক পতাকায়! ভয় নয়—সত্যের পক্ষে ঐক্যের জয় হবে। কথায় আছে—“দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।” আমরা দশজন কিংবা বিশজন আলাদা হয়ে সংগঠন না করে, ত্রিশজন মিলে—অর্থাৎ, যারাই উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত, সবাই একটি প্ল্যাটফর্মে, একটি সংগঠনে কাজ করতে পারি।
প্রেসক্লাব সবার জন্যই উন্মুক্ত। যারাই উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কাজ করি, সবার জন্য প্রেসক্লাবের দরজা সবসময় খোলা। আপনারা আসুন, প্রেসক্লাবে বসুন; নিজেদের দ্বন্দ্ব, ভেদাভেদ আর মতপার্থক্য ভুলে আলোচনা করি। আগামি দিনের সুন্দর পরিকল্পনা ও ভবিষ্যৎ চিন্তায় ঐক্যের সুর তুলি।
ঐক্য থাকলে কঠোর জবাব দেওয়া যাবে, আর বিভক্ত হলে টিকে থাকা যাবে না। পদ, পদবি, নেতৃত্বের জন্য সংগঠন নয়—সাংবাদিকতার জন্য ঐক্যবদ্ধ থাকলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি আপনিও প্রতিবাদি, সৎ, সাহসী এবং একজন ভালো সাংবাদিক হিসেবে সম্মান-মর্যাদা পাবেন।
আশা করি, সকল সহকর্মীর শুভবুদ্ধির উদয় হবে।🖋️
বিনিত
মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান),এম.এ ,মোবাইল- 01717934449

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন