
মোঃ মেহেদী হাসান ,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এর আয়োজনে ১১ আগস্ট (সোমবার) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ হিস শাফির সভাপতিত্বে সাঘাটা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা অনুস্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল। অন্যান্যদের মধে্যে বক্তব্য রাখেন রির্সোস সেন্টার অফিসার আব্দুল মান্নান, সহকারী শিক্ষা অফিসার মামুন অর রশিদ, আব্দুল লতিফ, শিক্ষক তৌহিদুল ইসলাম, বিদায়ী সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান।শেষে সাবেক প্রধান শিক্ষকগণকে সম্মাননা প্রদান করা হয়।