
আহসান হাবিব শিবলু, গাবতলী (বগুড়া):
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী পৌর বিএনপির আয়োজনে সোমবার (১১ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সদস্য ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম।
প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম বলেন,
“আরাফাত রহমান কোকো ছিলেন একজন দেশপ্রেমিক ক্রীড়াবিদ এবং তরুণদের প্রেরণার উৎস। তিনি স্বল্প সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে অবদান রেখে গেছেন, তা আজও ক্রীড়া ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তার জীবদ্দশায় তিনি যেমন ক্রীড়াবিদদের উন্নয়নে কাজ করেছেন, তেমনি সমাজ ও দেশের জন্যও ভাবতেন। আমরা তার আদর্শকে ধারণ করে আগামীতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করব।”
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করে আসছে। কোকোর জন্মদিনকে উপলক্ষ করে আমরা শুধু স্মরণই করব না, বরং তার আদর্শ বাস্তবায়নের জন্যও ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিম পিন্টুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক আহবায়ক আবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আতোয়ার রহমান, আফছার আলী মিজু, মতিউর রহমান মতি, ইস্কান্দার আলী ময়না, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল্লাহ আকন্দ, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার সম্পাদক নাসির উদ্দিন বুলবুল, পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল হক শিলু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুন্নবী, মতিউর রহমান কামাল, রঞ্জু মিয়া, রব্বানী, ছানা মিয়া, আবু বক্কর সিদ্দিক, সাগর হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সাব্বির হোসেন, যুবদল নেতা তাজুল ইসলাম, দৌলতজ্জামান দিপু, নিপুন, ছনি, শহিদুল, রাসেল, বিপুল, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা আব্দুল গনি, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফজলে রাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সিদ্ধান্ত হয়—১২ আগস্ট মঙ্গলবার আছরের নামাজের পর গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে।