প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর পৌর শাখার পক্ষ হতে ইউএনও মহোদয়ের সাথে  শুভেচ্ছা বিনিময়

মো: মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর পৌর শাখার পক্ষ হতে ইউএনও মহোদয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

 

১১ আগষ্ট, সোমবার সকাল ১১টায় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলামের সাথে বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর পৌর শাখার সভাপতি শহীদুর রহমান,সহ সভাপতি লায়লা আক্তার,  সাধারণ সম্পাদক রেমন মিয়াসহ অন্যান্য সদস্য শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণ করেন।

 

উল্লেখ্য গত ১ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ এক পত্রের মাধ্যমে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মাননীয় সেক্রেটারি জেনারেল এর নির্দেশনা ও অনুমতি মোতাবেক টাঙ্গাইল জেলার কার্যনির্বাহী কমিটি, মির্জাপুর পৌর শাখার ৩০ সদস্য/সদস্যা বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি দুই বছরের জন্য আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর পৌর শাখা দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন