পঞ্চগড় সদর উপজেলার ১নং অমর খানা ইউনিয়নে প্রধান পাড়া গ্রামের মরহুম তহিদুল হক এর ছেলে, মোঃ আল মামুন দৈনিক কলম যোদ্ধা পএিকার প্রতিনিধি (২৭) নামের যুবক টি কিছু কথা প্রকাশ করেছেন যৌতুক (ও) দেন মহর নিয়ে।
ইসলাম ধর্মে যৌতুক কে হারাম করেছেন। আর দেন মহরকে জায়েয করেছেন। দেন মহর জায়েয করার কারণ হলো। একটা মেয়ে তার সব আসা বর্সা বাবা মা ভাই বোন বাবার বাড়ি সব ছেড়ে। আপনার কাছে আসে।
তার লাইফের ভালো খারাপ দিগ বিবেচনা করে।ইসলাম ধর্ম তার জন্য দেন মহর জায়েয করেছেন। দেন মহর ছেলের সামর্থ্য হিসাবে নির্ধারন করা হয়।
ইসলাম ধর্মে মেয়ের থেকে জৌতুক নেওয়া হামার করেছেন। বর্তমানে জৌতুকের নতুন রুপ নিয়েছে। মেয়ের বাপকে বলা হয় আপনার মেয়ের সুখের জন্য আপনি কি দিবেন মেয়েকে। এর পরে লম্বা একটা লিস্ট ধরিয়ে দেয় মেয়ের বাবাকে। দেন মহর যদি ৫ লাখ্যা টাকা দরলে বলে বেশি হয়ে জায়। আর মেয়ের বাবাকে যে লিস্ট দেয় মেয়ের বাবা সেটা পূরণ করতে ১০ লখ্যা টাকার বেশি খরছ হয়ে যায়। ছেলেরা দেন মহর পরে দিবে বলে রেখেদেয়। আর মেয়েরা যৌতুক না দিলে বলে তোর বাবা কি দিয়েছে খালি হাতে।