প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় GUK রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কিডস্ জোন উদ্বোধন

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: গণ উন্নয়ন কেন্দ্র (GUK) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিশু শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে নির্মিত কিডস্ জোন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সম্মানিত জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক জনাব আবু সায়েম মো. জান্নাতুন নুর এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব জহুরুল কাইয়ুম। এছাড়াও সংস্থার ব্যবস্থাপনা টিমের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিশুদের জন্য নিরাপদ ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, কিডস্ জোন শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন