প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ-

পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষা ও বিভিন্ন জলাশয়ের পানি আটকে প্রতিবন্ধকতায় করায় অভিযান করা হয়েছে।

১১আগস্ট(সোমবার) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের বেশ কয়েকটি জলাশয়ে এ অভিযান পরিচালিত করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার।তার সাথে ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু, পলাশবাড়ী থানার এসআই মাহফুজ।

বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ আষাঢ়-শ্রাবন মাসে পানিতে ডিম দিয়ে থাকে। এই সময়ে
দেশীয় মা- মাছগুলো ধরার জন্য বিভিন্ন অবৈধ যন্ত্রপাতি দিয়ে আহরণ করা হচ্ছ এবং বিভিন্ন উপায়ে ব্রীজ-কালভার্টগুলোর পানি নামতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলে সোমবার দুপুরে বেশ কয়েকটি ব্রীজ কালভার্ট ও জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় কৃষকরা জানান,বৃষ্টির পানি কোথাও কোথাও এমনভাবে আটকিয়ে দেওয়া হচ্ছে এতে আমরা যে ধান রোপন করেছিলাম সেগুলো পানির নিচে ডুবে নষ্ট হয়ে গেছে।

পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার জানান,অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করে মা-মাছগুলো ধরা আহরণ করা হচ্ছে পাশাপাশি পানি আটকিয়ে কোথাও কোথাও প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হচ্ছে আমরা এমন অভিযোগ পেয়ে আজ কয়েকটি জায়গায় গিয়ে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করেছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন