প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখার জুলাই জাগরণ র‍্যালী অনুষ্ঠিত

মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার::

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী সরকারি কলেজ শাখার আয়োজনে জুলাই জাগরণ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে ১০:৩০ ঘটিকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী সরকারি কলেজ শাখার আয়োজনে জুলাই জাগরণ র‍্যালী শেষে “সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি শাহাদাত হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী পৌর শাখার সভাপতি আজাহারুল ইসলাম।

ছাত্রশিবিরের পলাশবাড়ী সরকারী কলেজ শাখার সেক্রেটারি জুয়েল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন পলাশবাড়ী পৌর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবু রোহানী সহ কলেজ ও পৌর শাখার উপস্থিত অন্যান্য কর্মী, সাথী, সদস্য ও দায়িত্বশীলগণ। বক্তারা জুলাই জাগরণ নব উদ্যাম বিনির্মানের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন