প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদন: ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তন, সাঘাটা, গাইবান্ধা ১১ আগস্ট, ২০২৫ খ্রি.দুপুরে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়।

৫ আগস্ট: জুলাই গণ-অভ্যুত্থান দিবস

১৯৭৫ সালের এই দিনে সংঘটিত ঘটনাবলীকে স্মরণ করে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত হয়। এই দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, ঘটনাবলীর তাৎপর্য এবং বাংলাদেশের রাজনীতিতে এর প্রভাব তুলে ধরেন। দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং ইতিহাসবিদগণ আলোচনায় অংশগ্রহণ করেন এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার গুরুত্বারোপ করেন।

৮ আগস্ট: নতুন বাংলাদেশ দিবস

‘নতুন বাংলাদেশ দিবস’ পালন করা হয় একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে। এই দিবসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখে।

সাংস্কৃতিক অনুষ্ঠান

উভয় দিবসকে ঘিরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীরা দেশাত্মবোধক গান, নাচ এবং কবিতা পরিবেশন করেন। এই সাংস্কৃতিক অনুষ্ঠান দুটি দিবসের তাৎপর্যকে আরও মহিমান্বিত করে তোলে এবং দর্শকদের মধ্যে দেশপ্রেমের ভাবনা জাগিয়ে তোলে।

এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগে উৎসাহিত হয়।

অনুষ্টানটির আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাঘাটা, গাইবান্ধা।

সহযোগিতায়: উপজেলা শিক্ষা অফিস, সাঘাটা, গাইবান্ধা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন