প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ভাংগা (ফরিদপুর) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে, খুনিদের দ্রুত ফাঁসির দাবিতে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে । রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টায় ভাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক ইনকিলাব পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি ও ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল আলম সম্রাট। সঞ্চালনায় ছিলেন ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি আলহাজ্ব সাইফুল্লাহ শামীম। এছাড়া প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাঙ্গা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্যা, সাবেক পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম বিট্টু, সাবেক কৃষক দলের সভাপতি, সাইদ মুন্সি, ভাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুন্সী, যুগ্ম সম্পাদক ইমরান মুন্সী, রনি মিয়া, শাখাওয়াত হোসেন, লিওন মোল্লা, সানোয়ার হোসেন, জামালউদ্দিন, জাকারিয়া খান, আকাশ হোসেন, সাইদুর রহমান, মহিউলের কলম, তরিকুল ইসলাম, শাহিন শেখ, হুমায়ুন কবির, সাইফুজ্জামান প্রমূখ। এসময় সভাপতির বক্তব্যে ওবায়দুল আলম সম্রাট বলেন, “সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ড আমাদের সাংবাদিক সমাজকে স্তব্ধ করে দিয়েছে। একটি স্বাধীন দেশে সাংবাদিকরা যদি নিরাপদ না থাকেন, তবে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। আমরা চাই, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক।” ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ শামীম বলেন, “সাংবাদিকতা পেশা নয়, এটি একটি দায়িত্ব ও সাহসের পথ, অথচ সেই পথেই আজ জীবন দিতে হচ্ছে আমাদের সহকর্মীদের, এটা বড়ই বেদনাদায়ক, রাষ্ট্র যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে গণতন্ত্র ও ন্যায়বিচার মুখ থুবড়ে পড়বে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। সাংবাদিক ইমরান মুন্সী বলেন, “সাংবাদিক তুহিন হত্যার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, অপরাধীরা আজ বেপরোয়া। আমরা চুপ থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। সাংবাদিক সমাজকে আজ ঐক্যবদ্ধ হতে হবে, জবাবদিহিতার জন্য সোচ্চার হতে হবে।” এসময় অন্যান্য বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর যেমন ব্যাহত হবে তেমনি জনগণও প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হবে, দেশে অরাজগতা বৃদ্ধি পাবে, দেশ এক অন্ধকার যুগে পরিণত হবে। উত্তরণের একমাত্র পথ সাংবাদিকদের রাষ্ট্রীয় ভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তারা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনের আহ্বান জানান। ভাঙ্গা থেকে মাতৃজগ টিভির স্টাফ রিপোর্টার এসএম তরিকুল ইসলাম

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন