প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদ ও সম্মাননা তুলে দিল হেরাল্ড পাবলিক স্কুল এন্ড কলেজ

আহসান হাবিব শিবলু, গাবতলী (বগুড়া): ১০ আগস্ট (রবিবার) বগুড়ার গাবতলী হেরাল্ড পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বৃত্তি প্রদান অনুষ্ঠান। গাবতলী বন্ধন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নেয় প্রতিষ্ঠানের ১২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৭ জন বৃত্তি অর্জন করে—ট্যালেন্টপুলে ৩০ জন এবং সাধারণ গ্রেডে ৪৭ জন। বৃত্তিপ্রাপ্তদের হাতে নগদ অর্থ, এসোসিয়েশনের সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেরাল্ড পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি শ্রী পবিত্র সরকার এবং প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও গাবতলী বন্ধন এসোসিয়েশনের সভাপতি এস. এম. রাফিউল ইসলাম মোমিন। প্রধান অতিথির বক্তব্যে এস. এম. রাফিউল ইসলাম মোমিন বলেন, শিক্ষা জীবনে সাফল্যের জন্য নিষ্ঠা, ধৈর্য ও অধ্যবসায়ের বিকল্প নেই। আজ যারা পুরস্কার পেল, তারা আগামী দিনে আরও বড় সাফল্যের জন্য প্রস্তুত হবে—এই প্রত্যাশাই করি। সভাপতি শ্রী পবিত্র সরকারের বক্তব্যে তিনি বলেন, হেরাল্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সবসময় শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে কাজ করে যাচ্ছে। বৃত্তি প্রাপ্তি শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে এবং অন্যদেরও পরিশ্রমে উৎসাহিত করবে। প্রধান শিক্ষক মোরশেদুল ইসলাম উজ্জ্বলের বক্তব্যে তিনি বলেন, আমাদের শিক্ষকরা প্রতিনিয়ত চেষ্টা করছেন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য। এই বৃত্তি অর্জন প্রমাণ করে আমরা সঠিক পথে এগোচ্ছি। অভিভাবক প্রতিনিধি মোছাঃ রোকসানা আক্তার বলেন, আজকের এই সম্মান শুধু সন্তানদের নয়, আমাদের জন্যও গর্বের। বিদ্যালয়ের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষকদের নিবেদিত মনোভাবের জন্য আমরা কৃতজ্ঞ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষিকা মোছাঃ বিলকিস আক্তার, সহকারী শিক্ষক আবু রায়হান, হারুনুর রশিদ হাসান, মানিক,আশাদুল, সোহেলসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্তদের সাথে অতিথিরা স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময় করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন