
আহসান হাবিব শিবলু, বগুড়া: জাতিসংঘ অধিভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্ট বগুড়ার গাবতলী উপজেলা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে দুর্গাহাটা ভূমি অফিস মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আনন্দ মোহন সরকার। প্রধান অতিথির বক্তব্যে আনন্দ মোহন সরকার বলেন, “মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের সাংগঠনিক অঙ্গীকার। দেশের প্রত্যন্ত অঞ্চলে মানবাধিকার সচেতনতা ছড়িয়ে দিতে গাবতলী শাখার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইএইচআরসি অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং সবসময় মানুষের পাশে থাকবে।” সভাপতির বক্তব্যে মোঃ সোহাগ সরকার বলেন, “গাবতলী উপজেলায় আইএইচআরসি শাখা চালু হওয়ায় মানবাধিকার রক্ষার কার্যক্রম আরও গতিশীল হবে। সমাজের যে কোনো অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা সবসময় প্রস্তুত থাকব। সংগঠনের প্রতিটি সদস্য আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য মোঃ আহাদ আলী, আমন্ত্রিত অতিথি বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম। এছাড়া বক্তব্য রাখেন দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান এবং প্রাক্তন শিক্ষক আব্দুল বারী। সঞ্চালনায় ছিলেন গাবতলী শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।