প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের মানববন্ধন

 মো শামীম মিয়া ,দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন করেছে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ । গতকাল শনিবার দুপেরে প্রেস ক্লাব চত্ত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।   দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শামছুল হুদা রতনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাইদ গালিবের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি নূর ই ইলাহী, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশীর, কোষাধ্যক্ষ হাসান আলী, ক্রিড়া সম্পাদক এহসানুল মাহবুব সাজিদ, কর্যনির্বাহী সদস্য পারভীন আক্তার, সুমন মিয়া, সাগর আলী, মীর প্লাবন লাভলু, শামীম মিয়া,শফিকুল ইসলাম , আব্দুল আলিম প্রমুখ ।    মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের উদ্দেশ্য আরো বলেন, দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন