প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জুলাই বিপ্লবে বিশেষ অবদান রাখায় সাংবাদিক প্রতীক ওমর কে সংবর্ধনা

গাইবান্ধা (সাঘাটা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় জুলাই বিপ্লবে সাংবাদিকতায় সাহসী ভুমিকা পালন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বলিষ্ট ভুমিকার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রালয় কর্তৃক বিশেষ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমান প্রতিনিধি প্রতীক ওমরকে সংবর্ধনা দেয়া হয়েছে।গাইবান্ধার সাঘাটা সাংবাদিক ঐক্য ফোরাম – ৮ আগষ্ট শুক্রবার বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়ায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সম্মাণনা অনুষ্ঠানে সাংবাদিক আনিছুর রহমান টিপুর সভাপতিত্বে আমার দেশ পত্রিকার সাঘাটা প্রতিনিধি মিজানুর রহমান রাঙ্গার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ মোহাম্মদ আলী, বাংলাদেশ জামায়েত ইসলামীর সাঘাটা উপজেলা সেক্রেটারী মো: আব্দুল গফুর মন্ডল, বোনারপাড়া সিনিয়র মাদ্রসার উপাধ্যক্ষ জাহিদুল ইসলাম, করতোয়া প্রতিনিধি জয়নুল আবেদীন, আজকের জনগণের স্টাফ রিপোর্টার আবু তাহের, দৈনিক ঘাঘট প্রতিনিধি আবু সাঈদ মন্ডল, যায়যায়দিন প্রতিনিধি আনোয়ার হোসেন রানা, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান),গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি জাফর ইকবাল রানা,ডেইলী সান এর রিপোর্টার হেদায়েতুল্লাহ সৌখিন,আমার সংবাদ ও জনবানী পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি ইয়ামিন হাসান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুন নবী।
এসময় সাঘাটা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বেশ কিছু কবি, সাহিত্যিক ও লেখক উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন