প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জুলাই বিপ্লবে সাহসী সাংবাদিককতায় মানবজমিন প্রতিনিধিকে সাঘাটায় সংবর্ধনা

মোঃ মেহেদী হাসান ,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটায় জুলাই বিপ্লবে সাংবাদিকতায় সাহসী ভুমিকা পালন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বলিষ্ট ভুমিকার স্বীকৃতি স্বরূপ তথ্য ও সম্প্রচার মন্ত্রালয় কর্তৃক বিশেষ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক, -দৈনিক মানবজমিনের ভ্রাম্যমান প্রতিনিধি প্রতীক ওমরকে সংবর্ধনা দেয়া হয়েছে। গাইবান্ধার সাঘাটা সাংবাদিক ঐক্য ফোরাম ৮ আগষ্ট শুক্রবার বিকেল ৩ টায় উপজেলা সদর বোনারপাড়ায় এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে সাংবাদিক আনিছুর রহমান টিপুর সভাপতিত্বে আমারদেশ পত্রিকার সাঘাটা প্রতিনিধি মিজানুর রহমান রাঙ্গার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাঘাটা থানা বিএনপির আহবায়ক আলহাজ মোহাম্মদ আলী, বাংলাদেশ জামাতে ইসলামীর সাঘাটা উপজেলা সেক্রেটারী মো: আব্দুল গফুর মন্ডল, বোনারপাড়া সিনিয়র মাদ্রসার উপাধ্যক্ষ জাহিদুল ইসলাম, করতোয়া প্রতিনিধি জয়নুল আবেদীন, দৈনিক ঘাঘট প্রতিনিধি আবু সাঈদ মন্ডল, যায়যায়দিন প্রতিনিধি আনোয়ার হোসেন রানা, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, দৈনিক কলম যোদ্ধা অনলাইন সম্পাদক ও বাংলাদেশ সমাচার গাইবান্ধা জেলা প্রতিনিধি আনছারুজ্জামান (রেজুয়ান), উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুন নবী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা (ঠঙঅ)–র হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার বাইরে তিনি একজন সংবেদনশীল সাহিত্যিকও বটে। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থাকা প্রতীক ওমর সাহিত্য অঙ্গনেও বেশ পরিচিত। তার রচিত তিনটি কাব্যগ্রš’ ‘পেরেকবিদ্ধ সময়’ ‘পড়ন্ত বিকেলের কাছে’ এবং ‘ফিরে যাও মানুষের পল্লী থেকে’ বাংলা কবিতায় নতুন ধারা ও দৃষ্টিভঙ্গি উপ¯’াপন করেছে বলে পাঠক ও সমালোচকদের অভিমত। তিনি সাহিত্যের পাশাপাশি সম্পাদনা করছেন সাহিত্যপত্রিকা ‘চিলেকোঠা’, ছড়ার ছোটকাগজ ‘চমচম’ এবং সমসাময়িক বিষয়ের মাসিক ম্যাগাজিন ‘আলোচনা’।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন