প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর শাপাহার সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী শিশু ও নারী ৪ জন বাংলাদেশী নাগরিককে পুশইন

 উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী শিশু ও নারী ৪ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশইনের শিকার নাগরিকরা হচ্ছেন, নড়াইল জেলার উথলি গ্রামের মোঃ ইমদাদুল হকের স্ত্রী মোছাঃ হেনা খাতুন (৩৮) এবং একই জেলার চাঁনপুর গ্রামের বালাম শিকদারের স্ত্রী মোছাঃ রুপালী খাতুন (৩৫) তার সন্তান মোছাঃ চাঁদনী (৮) ও আড়াই বছর বয়সী মোঃ রমজান। সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের মেইন পিলার ২৪৬/২ এস হতে আনুমানিক ৮শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর গ্রামের জামে মসজিদের নিকট হতে ১৬ বিজিবি’র বামনপাড়া বিওপির টহল দলের সদস্যরা তাদের আটক করে সাপাহার থানায় সোপর্দ করেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ বলেন, বিজিবি প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি করেছে। তবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি। আটককৃতরা বাংলাদেশী নাগরিক প্রায় ১০ বছর যাবত তারা কাজের সন্ধানে ভারতে গিয়ে ভারতে বসবাস করছিল বলে বিজিবি সদস্যরা জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন