
আহসান হাবিব শিবলু, (বগুড়া): বৃহস্পতিবার (০৭ আগস্ট) গাবতলী উপজেলা পরিষদের বাঙালি হল রুমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সম্রাট খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, নশিপুর ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন, মহিষাবান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল, রামেশ্বরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মণ্ডল, নাড়ুয়ামালা ইউপির প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, সোনারাই ইউপির প্যানেল চেয়ারম্যান রাজা মণ্ডল এবং ডিলার কমিটির সভাপতি এ কে এম পান্না মিয়া। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বুলবুল আহমেদ ও আশরাফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, আইসিটি কর্মকর্তা আল-আমিন হোসেন, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি প্রতিনিধিগণ এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় বক্তারা খাদ্যবান্ধব কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, ডিলারদের দায়িত্ব ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।