প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী মনিরকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব ১১

 মোঃ কামাল হোসেন প্রধান ,জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে অদ্য ০৬ অগাস্ট বুধবার বিকালে শিবপুর উপজেলার উত্তর কারার চর এলাকায় তার নিজ বাড়ি হতে আসামি মনের হোসেন (৩৩) পিতা ঃ মোঃ ফজর আলী ও তার সহযোগী বরকত উল্লাহ (২০) পিতাঃ শেখ ফরিদ‌ সাং উত্তর কারার চর নিজ এলাকার বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি মোটরসাইকেল, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ফোন জব্দ করা হয়। র‌্যাব ১১ এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, মনির হোসেন এর নামে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া ডাকাতি ও মাদক মামলা সহ বিভিন্ন থানায় অন্তত ১০ টি মামলার আসামি মনির । অস্ত্র মামলা রুজু করে তাকে শিবপুর মডেল থানায় পাঠানোর প্রক্রিয়া চলমান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন