প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: 

গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে ৫ই আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়’ দিবস পালন করা হয়েছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এ দিনটিকে বিজয় বর্ষপূর্তি হিসেবে পালন করে দলটি।

দিবসটি উপলক্ষে জেলা বিএনপি একটি বিজয় র‍্যালির আয়োজন করে। শহরের কেন্দ্রীয় এলাকা থেকে শুরু হয়ে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নেতারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি মাইলফলক। এই দিনটি আমাদের প্রতিরোধের প্রতীক হয়ে থাকবে।

পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতারা বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন