
মো.শামীম হোসেন :দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি : জুলাই-আগস্ট ২০২৪ইং এর গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় র্যালী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।মঙ্গলবার (৫আগস্ট) সকালে দলীয় কার্যালয় থেকে বিজয় র ্যলী বের হয়ে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে বাজার চত্বরে এসে শেষ হয়।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদার সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব আলাউদ্দিন আল মামুনের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো, আতিকুর রহমান সাজু তিনি বলেন -আওয়ামী লীগ ১৭বছরে অবৈধ ভাবে ক্ষমতায় থেকে সকল ধরনের অন্যায় অপরাধ করেছিলো।কিন্তু জুলাই -আগস্ট গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে দলটির সকল নেতা-নেত্রী বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আওয়ামী লীগের পলায়নের বছর পূর্তিতে আজ আমাদের আনন্দ র্যালী। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আজকের উপস্থিতি প্রমান করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় আসলে এগুলোর বিচার অবশ্যই হবে। এসময় উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সহ সভাপতি শ্যামল চন্দ্র, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মোঃ মাসুদ হাবীব পলিন, উপজেলা যুবদলের আহবায়ক, মঞ্জু হোসেন মঞ্জু, ,দপ্তর সম্পাদক আলামিন বিন ওমর পৌর যুবদলের সদস্য সচিব,মো.ফারুক আহমেদ , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি,মো.জয়নাল আবেদিন, ১নং ওয়ার্ডের পৌর বিএনপির সভাপতি,মো.শামছুল আলম লিটন আকন্দ মোশারফ হোসেন সাবেক পৌর যুবদলের সদস্য সচিব, মোকলেছুর রহমান মামুন সহ দেওয়ান গঞ্জ উপজেলা এবং দেওয়ানগঞ্জ পৌরসভা বিএনপির ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।