প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাবতলীতে উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুথানের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

মোঃ মিনারুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুথানের ধারাবাহিকতায় ৫ আগস্ট “আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় দিবস” উপলক্ষে বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এ র‌্যালিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির নেতা এনামুল হক নতুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, নজমুল হোসেন, মফিদুল ইসলাম, জুলফিকার হায়দার গামা, নুরুল ইসলাম, নবির হোসেন, মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহেল বাকী, হারুনুর রশিদ হারুন, মুঞ্জুর মোশেদ, সুরাইয়া জেরিন রনি, সাজেদুর রহমান সুজন, জসিউর রহমান সোহেল, আব্দুল গফুর টুকু, আকতারুজ্জামান লিটন, মোরশেদ আলামিন লেমন, মিজানুর রহমান মিন্টু এবং আরও অনেকে। এছাড়াও যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, মৎস্যজীবী দল ও জাসাসের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে শহীদদের স্মরণে কবর জিয়ারত করা হয়। গাবতলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ জিল্লুর রহমান জিল্লু, শাকিল হাসান মানিক ও সাব্বির হাসানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন