প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে রাসেল আল-আমিন বিষু নামে ৩ জন আটক

 উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ  নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে থানায় এজাহারভুক্ত মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়ানে দক্ষিণ লক্ষীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাসেল হোসেন (২২), ও ৯ নং চেরাগপুর ইউনিয়ানে ফুলবাড়ি গ্রামের সেলিম উদ্দীনের ছেলে আল আমিন হাসান (২৫) ও ভবানীপুর উত্তরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আফজাল হোসেন বিষু (৫৫)। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, থানার নিয়মিত মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতার কৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন