
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে ০৫/০৮/২০২৫ইং, রোজঃ মঙ্গলবার, দুপুর ২ ঘটিকায়, সাঘাটা উপজেলা পরিষদ(বোনারপাড়া) চত্বর থেকে, গাইবান্ধা জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এর নেতৃত্বে বিশাল একটা মিছিল বের করা হয়। উক্ত মিছিল উপজেলা শহরের শহীদ মিনার, হাকিমের মোড়, রেল গেট, মুরগী হাটি, কাঁচাবাজার, মার্কেট এলাকা, ও পুরাতন ফাঁড়ি থানার সামনে দিয়ে বোনারপাড়া চৌরাস্তা হয়ে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ করা হয়। এবং পূর্ব প্রস্তুতি অনুযায়ী উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে উপজেলা আমীর মাওঃ মোঃ ইব্রাহিম হোসনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ আব্দুল গফুরের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, অন্যন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুল হামিদ, সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক মোঃ এনামুল হক সরকার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল মান্নান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা , উপজেলা শিবির সভাপতি হাফেজ সাজেদুর রহমান,এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক বিভাগের সেক্রেটারি মাওলানা মোঃ শাফিউল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ ওয়াহিদুজ্জামান ফারুকী, গোলাম রাব্বী ফারুক সহ ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মী সমর্থক বৃন্দ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
ফ্যাসিবাদের নির্মম শাসন থেকে মুক্তির লক্ষ্যে ২০২৪ সালের জুলাই-আগস্টে সারা দেশের ছাত্র-জনতা যেভাবে রাজপথে আত্মত্যাগ করেছে, তা ইতিহাসে এক সাহসিক ও ঐতিহাসিক যুগান্তকারী অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, শত শত তরুণ প্রাণের আত্মাহুতি এবং হাজারো মানুষের রক্তাক্ত স্মৃতি ধারণ করে, বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ইতিহাস শুধু পড়ার জন্য নয়, এটি জানার, শেখার এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য।
আসুন, এই শহীদদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি — তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। এবং দোয়া করি আল্লাহ সকল শহীদদের কবুল করুন। আহতদের শেফা দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে সমাবেশ শেষ করা হয়।