প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর গণমিছিল

 রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নওগাঁর রাণীনগরে গণমিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে এই গণমিছিল করা হয়। বিকেল ৪টায় উপজেলা সদরের রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গন থেকে উপজেলা জামায়াতে ইসলামীর গণমিছিল বের করা হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও সমর্থকরা অংশ নেয়। মিছিল শেষে সদর বাজারের চৌরাস্তার মোড়ে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর এমপি মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন