প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শেরপুরে প্রেমে বাধা দেয়ায় মেয়ের হাতে মা খুন

শেরপুরে প্রেমে বাধা দেয়ায় মেয়ের হাতে মা খুন । বগুড়ার শেরপুরে প্রেমে বাধা দেয়ায় পূর্ব পরিকল্পনা মোতাবেক সোমবার (১৬ অক্টোবর ) বেলা ১ টার দিকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় মা ঝুমা কর্মকার (৪৫) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে মেয়ে। এ ঘটনায় খুনি মেয়ে ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্সের শিক্ষার্থী পূজা কর্মকার সিঁথি (২২) কে আটক করেছে পুলিশ। জানা যায়, শেরপুর পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী শেরপুর জুয়েলার্সের স্বত্তাধিকারী শিবদাস কর্মকারের মেয়ে পূজা কর্মকার সিঁথি দীর্ঘদিন ধরে একটি ছেলের সাথে প্রেম করে আসছিল। কিন্তু তার মা সহ পরিবারের লোকজন প্রেম মেনে নেয়নি। এরই জের ধরে ১৬ অক্টোবর সোমবার পূর্ব পরিকল্পিতভাবে পূজা কর্মকার সিঁথি তার মা ঝুমা কর্মকারকে সাথে নিয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে এস আর ট্রাভেলসে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার জবা দধি ভান্ডারের সামনে পৌছালে কোচের ভিতর থেকে তার একটি বই বাহিরে ফেলে দিয়ে তার মাকে তুলে আনতে বলে। পরে সেও কোচ থেকে নেমে নিচে যায় এবং ব্যাগ থেকে একটি ধারালো ছুরি বের করে তার মায়ের বুকের বাম পাশে ও পেটে আঘাত করে। এতে ঝুমা কর্মকার নিহত হয়। পরে স্থানীয়রা খুনি সিথিকে আটক করে রায়গঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আইনগত ব্যবস্থা গ্রহন করেছে ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন