প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি: নানা আয়োজনে সাভারে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়।

৪/৮/২০২৫ ইং তারিক সোমবার বিকেলে আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তত্ত্বাবধানে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও সমাজ সেবক মেহেদী রানা শহিদ।

তিনি বলেন যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই এই বিষয়ে জোড় দিতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের
প্রধান শিক্ষক,জাহিদুল ইসলাম সহ শিক্ষক-শিক্ষিকা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন