প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাহেনা দীর্ঘ ১৮ বছর ধরে মানবেতর জীবনযাপন করছে

আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর গ্রামের রাহেনা বেগম(৪০) তার মানসিক ভারসাম্যহীন
স্বামী কে নিয়ে তার পরিবার মানবেতর জীবনযাপন করছে। অন্যের বাসায় আশ্রিত থেকে চলছে তাদের বসবাস।
জানা যায়, নিতাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের। তার স্বামী মানসিক ভারসাম্যহীন। তার সাংসার করা হয়ে উঠেনি । ১৮ বছর আগে বাবার বাসায় চলে আসে। দীর্ঘ ১৮ বছর তার বাবা সম্পূর্ণ খরচ বহন করেন। কিন্তু বাবার মৃত্যুর পর থেকে তাঁর জীবন হয়ে উঠেছে এক অপরিসীম সংগ্রাম আর অসহায়তার গল্প।
বর্তমানে তিনি বৃদ্ধ মায়ের সাথে এক জরাজীর্ণ, কাঁচা ঘরে বসবাস করছেন, যেখানে টিউবওয়েল নেই, স্বাস্থ্যসম্মত বাথরুম নেই, নিজের কোনো জমি বা স্থায়ী আশ্রয় নেই। তিনি বিধবা ভাতা এবং ভিজিডি কার্ডের সামান্য সহায়তা পান, যা তার দৈনন্দিন জীবন চালাতে সম্পূর্ণ অপ্রতুল। তিনি একা, নিষ্পূত্র, আর্থিকভাবে সম্পূর্ণ নির্ভরশীল, এবং প্রতিদিনের খাবারের জন্য সংগ্রাম করছেন। এই অবস্থা খুবই মর্মান্তিক এবং মানবতাবিরধী।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান মানসিক ভারসাম্য হীন স্বামী সাংসারে অর্থিক সমস্যা তাই দীর্ঘ ১৮ বছর থেকে তার বাবার বাসায় আছেন। বাবার মৃত্যু হলে তিনি এখন খুব কষ্টে দিন কাটাচ্ছে।
ভাই রাহেনা বেগম সরকার ও সকলের কাছে আবেদন করছে তাকে যেন সরকার স্থায়ী খাদ্য ব্যবস্থা এবং তার আশ্রয়ের জন্য ঘর প্রদান করেন

রাহেনা বেগমের সাথে যোগাযোগের ঠিকানাঃ
+8801894029152
নগদ, বিকাশ
পার্সোনাল নাম্বার

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন