প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

আত্রাইয়ে পুলিশ-সেনাবাহিনীর পৃথক অভিযান আওয়ামীলীগ,বিএনপি ও যুবদলনেতাসহ চারজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে থানাপুলিশ এবং সেনাবাহিনী পৃথক অভিযান চালিয়ে আওয়ামীলী,বিএনপি ও যুবদলনেতাসহ চারজনকে গ্রেফতার করেছে। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এঘটনায় রোববার রাতেই আত্রাই থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম বলেন,রোববার থানাপুলিশ অভিযান চালিয়ে আত্রাই থানা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ঘোষপাড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে আব্দুল হামিদ (৫২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আব্দুল হামিদ আত্রাই থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার তদন্ত প্রাপ্ত আসামী। এছাড়া সেনাবাহিনীর একটি টহলদল রোববার রাতে উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের ইছব আলীর ছেলে ফারুক হোসেন (৩৮),একই গ্রামের খয়ের আলীর ছেলে আবুল কালাম সরদার (৪০) এবং মিরাপুর গ্রামের সমসের আলীর ছেলে এরশাদ আলী (৫২) কে আটক করে। আটককালে তাদের নিকট থেকে চাপাতি,চাকুসহ ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এঘটনায় রাতেই আটককৃতদের আত্রাই থানায় সোর্পদ করে মামলা দায়ের করা হয়। ইন্সপেক্টর (তদন্ত) আরো জানান,আটককৃতরা এলাকায় দস্যুতার প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়েছে। এদিকে আটককৃতদের মধ্যে আবুল কালাম সরদার সাহাগোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং এরশাদ আলী সাহাগোলা ইউনিয়ন যুবদলের সভাপতি বলে নিশ্চিত করেছেন সাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। পুলিশের কর্মকর্তা কাওছার আলম আরো বলেন,দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন