প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাবেক হুইপ গিনির এপিএস বিদ্যুৎ গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তি

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধ প্রতিনিধি: গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনির ব্যক্তিগত সহকারী (এপিএস) শাহ মো. সবুর হোসেন বিদ্যুৎকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিশেষ অভিযান চালিয়ে তাকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র।

বিদ্যুৎ দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দাপট এবং প্রভাব খাটানোর অভিযোগে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমালোচিত ছিলেন। তার গ্রেফতারের খবরে গাইবান্ধা এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এলাকাবাসী জানান, এপিএস বিদ্যুৎ তার রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে সাধারণ মানুষকে হয়রানি করতেন। তার গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে এবং তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধায় নিয়ে আসা হতে পারে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন