প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড-এর এডহক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

 চয়ন কুমার রায় ,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ড-এর এডহক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন লালমনিরহাট জেলার বীর মুক্তিযোদ্ধাগণ। রোববার (৩ আগস্ট) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের আয়োজনে এ সংবাদ সম্মেলন বলা হয় কিছু কুচক্রী মুক্তিযোদ্ধা যারা ৫৫বছর মুক্তিযুদ্ধের নাম ভাঙ্গিয়ে অনিয়ম দুর্নীতি করে বাড়ি-ঘর করে আজ তারা কোটিপতি। মুক্তিযোদ্ধা আওয়ামী ফ্যাসিস্ট দলের ফিরোজুর রহমান নান্নু ও জাতীয় পার্টির হাবিবুল হক বসুনিয়া অর্থ ও স্বার্থের কাছে নিজেদের বিক্রি করে দিয়ে আজ বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এই দুই ব্যক্তি জেলার ভূয়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে একের পর এক বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। এই ভূয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আনার দাবি জানান। বর্তমানে জেলার কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। এই কুচক্রী মহল ঢাকা হতে একটি অবৈধ কমিটি নিয়ে এসেছে তারা সকলেই আওয়ামী ফ্যাসিস্ট দলের নেতা ও কর্মী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ্ প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আব্দুস সামাদ মিঞা, মতিয়ার রহমান, নুরুল ইসলাম প্রামাণিক, মোঃ হোসেন আলী, এন্তাজুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্য মুক্তিযোদ্ধারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে মুক্তিযোদ্ধা সংসদ কমিটিগুলো ভেঙ্গে দেওয়া হয় এবং বর্তমানে যারা উপজেলা, জেলা ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাই মুক্তিযোদ্ধা কমিটির দায়িত্ব পালন করতেছেন। বর্তমানে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বে রয়েছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়। জুলাই-আগষ্ট/২০২৪ইং ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার মাফিয়া আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের কতিপয় মুক্তিযোদ্ধা পলাতক শেখ হাসিনার দোসর নাশকতা করার লক্ষ্যে অত্র জেলার মুক্তিযোদ্ধা সংগঠনের বিশৃঙ্খলা ও ঐক্য বিনষ্টে অপতৎপরতা চালাইতেছে এই মর্মে অদ্যকার সংবাদ সম্মেলন। যারা এই অবস্থায় বিগত সময়ের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের দোসর হিসেবে দায়িত্ব পালন করতেছিল এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা ছাত্র-জনতার আন্দোলনে পিটিয়ে ছুরিকাঘাত করে মানুষের উপর হামলা করেছিল। মুক্তিযোদ্ধারা আরও বলেন, যারা ফ্যাসিস্টদের সহযোগী ছিল তারা স্বাধীনতাগামী যারা গণঅভ্যুত্থানে সহযোগিতা করেছিল সে সব মুক্তিযোদ্ধাদের পাশ কাটিয়ে তারা আজ বিএনপি সেজে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলকে ভুল বুঝিয়ে যারা আওয়ামী পরিবারের সহযোগী সদস্যগণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কমিটি গঠন করে এনেছেন। এই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলকে আমরা মানতে রাজি নই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা আহ্বান জানাচ্ছি অনতিবিলম্বে এই আহবায়ক কমিটি বাতিল ঘোষণা করা হোক। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে লালমনিরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন