প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

সখিপুরে স্বামীর ছুরির আঘাতে গৃহবধূ খুন

শুভ সাহা: টাঙ্গাইলের সখিপুরে স্বামীর ছুরির আঘাতে গৃহবধু খুন হয়েছে। রবিবার (৩ আগষ্ট) সকালে উপজেলার জেল খানা মোড়ের ভাড়া বাসায় খুন হয় কাকুলি আক্তার (৩০) নামের একজন গৃহকর্মী।কাকুলী সখীপুর উপজেলার পাথারপুর বটতলা গ্রামের আ.সবুর মিয়ার কন্যা। কাকুলি আক্তারের বিয়ে হয় একই উপজেলার ইছাদিঘী গ্রামের হায়দার মিয়ার ছেলে মেহেদী হাসান (৩৫) এর সাথে। বৈবাহিক জীবনে তাদের ঘরে এক ছেলে ও এক কন্যা সন্তান আছে।তারা সখিপুর জেলখানা মোড়ের একটি ভাড়া বাসায় থাকতেন।

তার ছেলে-মেয়ে জানায়, বাবা মা মাঝে মাঝেই ঝগড়াঝাটি করতেন। আজও সকালে ঝগড়া করে বাবা ঘর থেকে ছুরি এনে মায়ের পিঠে আঘাত করেন। আঘাত করার পর মা সেখানেই লুটিয়ে পরে। বাবা মাকে মেরে দৌড়িয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজন বিষয়টি সখিপুর থানা পুলিশ কে জানালে গৃহবধূর লাশ থানায় নিয়ে আসেন পুলিশ।

উল্লেখ্য,এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন,আমরা কাকুলি নামের একজন গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিকে ধরতে একাধিক টিম মাঠে কাজ করছেন বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন