
মোঃ আফতাবুল আলম,রাজশাহী: ৩ আগস্ট ২০২৫, সকাল ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পিওএম কনফারেন্স রুমে ATA (US Dept. of State)-এর তত্ত্বাবধানে আরএমপি’র Crisis Response Team (CRT) ও Bomb Disposal Unit (BDU) সদস্যদের নিয়ে ট্যাকটিকাল মেডিকেল কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত কোর্সটি উব্দোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মো: গাজিউর রহমান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি (চলতি দায়িত্বে), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি অ্যান্ড এলআইসি) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান এবং ATA-এর প্রশিক্ষক Mr. Richard Roman এবং কোর্সে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ।