প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

রাজাহার ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে নব নির্বাচিত সভাপতির বিতর্কিত কর্মকাণ্ডে পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন

 গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে নির্বাচিত সভাপতি মান্নান মহলদারের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী, রাজাহার ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আতাত করে সুবিধা নেয়ায় তার পদ বাতিল ও পুনরায় কাউন্সিল চেয়ে বিএনপির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহবায়ক / সদস্য সচিব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মন্জু সহ নেতৃবৃন্দ। অভিযোগ সুত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগের সাথে আতাত করে সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে দলের সাথে বেইমানি করেছে মান্নান মহলদার। সেই সময়ে মান্নান মহলদারের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে ছবি ও ভিডিও রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দলীয় নিয়মনীতি অনুসরণ না করে এসব বিতর্কিত কর্মকাণ্ড করায় তার দলীয় পদ পদবী বাতিলেরও দাবী জানান বিএনপির নেতৃবৃন্দ। উক্ত বিষয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে অভিযোগের অনুলিপি বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদক বরাবরে প্রেরন জরা হয়েছে। অভিযোগের বিষয়ে আবদুল মান্নান মহলদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মাদ্রাসায় চাকরি করি,সেই সুবাূদে মাদ্রাসা কমিটির সভাপতি আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি আজাদ এর সাথে কিছু ছবি নিয়ে পরাজিত প্রার্থী মন্জু এসব অপপ্রচার করছে, তা ছাড়া আর কিছুই নয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন