
আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টারঃ সাংবাদিকতায় অসামান্য অবদান ও সামাজিক মানবিক কার্যক্রমে বিশেষ ভূমিকার জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন সাবেক এশিয়ান টিভি ফেনী জেলা প্রতিনিধি ও বর্তমান দৈনিক জবাবদিহি-এর জেলা প্রতিনিধি আবুল হাসনাত তুহিন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত বিএমএসএফ-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সহ-সভাপতি মোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সাংবাদিক আবুল হাসনাত তুহিন: একাধারে সাংবাদিক, সংগঠক, কলামিস্ট, মানবিক ব্যক্তিত্ব,,আবুল হাসনাত তুহিন শুধু একজন সংবাদকর্মী নন, তিনি চট্টগ্রাম বিভাগের মিডিয়া অঙ্গনের সুপরিচিত মুখ। বর্তমানে তিনি বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিএসটিভি-চ্যানেল সংবাদ এবং ফেনীর সংবাদ এর চেয়ারম্যান। এছাড়া তিনি হাজী আবু নাছের লন্ডনী যুব সংস্থা-এর প্রতিষ্ঠাতা এবং নাছের লন্ডনী প্লাজা ইউনিট-১ ও ২-এর প্রোপাইটর। সংবাদপেশায় নিষ্ঠা, সমাজে মানবিকতায়,, আবুল হাসনাত তুহিনের বিশেষ সম্মাননা শুধু তাঁর সাংবাদিকতার জন্যই নয়; বরং সামাজিক ও মানবিক কর্মতৎপরতার জন্যও। তিনি করোনাকালীন সময়ে হাজারো অসহায় মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন, ফেনীর সাম্প্রতিক ২৪ এর বন্যায় নগদ আর্থিক সহায়তা, ২ হাজার পরিবারে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছেন। এছাড়াও যে কোন দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্মাননা শুধু ক্রেস্ট নয়, স্বীকৃতি এক সেবার ধারাবাহিকতা রক্ষা মাত্র,,এই সম্মাননা অর্জন সম্পর্কে হাসনাত তুহিন বলেন—“আমি সাংবাদিকতাকে কেবল পেশা নয়, মানবসেবার অন্যতম মাধ্যম মনে করি।যারা প্রান্তিক, তাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়ানোই আমার দায়িত্ব।” এছাড়াও আমি নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলি।