প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

নিশ্ছিদ্র দায়িত্ব পালনের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে টিআই শাহ আলম র‌্যাবে যোগদান করছেন

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার জেলা ট্রাফিক ইনফোর্সমেন্ট অফিসার (টিআই) শাহ আলম আজ জেলা থেকে বিদায় নিয়েছেন। পেশাগত দক্ষতা, মানবিক আচরণ ও দায়িত্বশীলতার কারণে তিনি গাইবান্ধাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

টিআই শাহ আলম র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এ পদোন্নতি পেয়ে নতুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তাঁর নিরলস পরিশ্রম, সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা ও জনগণের প্রতি আন্তরিকতা তাঁকে একজন জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত করেছে।

স্থানীয় গণমাধ্যম, সহকর্মী ও সাধারণ মানুষ তাঁর বিদায় উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তাঁরা বিশ্বাস করেন, শাহ আলম যেখানেই থাকুন না কেন, তাঁর সেবার মান ও আন্তরিকতা দেশ ও জনগণের কল্যাণেই কাজে লাগবে।

গাইবান্ধার মানুষ তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন।
তাঁর আগামীর দিনগুলো হোক আরও গৌরবময় ও সাফল্যমণ্ডিত।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন