
নিজস্ব প্রতিনিধি: ১৪ দিন ধরে নিখোঁজ সেচ্ছাসেবী সিফাতকে দ্রুত খুঁজে বের করার আহ্বান — আনন্দ সংঘ গত ১৯ জুলাই ২০২৫ থেকে নিখোঁজ রয়েছেনএকজন সক্রিয় স্বেচ্ছাসেবী নাইমুর রহমান সিফাত। দীর্ঘ ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আল-আমীন রাসেল। আজ ১ আগস্ট বৃহস্পতিবার এক গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, “নাইমুর রহমান সিফাতের স্ত্রী আঞ্জুমান জারা স্বামীর নিখোঁজে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। এমন মানবিক সংকটে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে তাকে দ্রুত উদ্ধার করা।” তিনি বলেন, “১৪ দিন পেরিয়ে গেলেও একজন সক্রিয় ও মানবিক কাজে জড়িত স্বেচ্ছাসেবীর সন্ধান প্রশাসন দিতে পারছে না—এটি রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। যদি আগামী ৭২ ঘন্টার মধ্যে নাইমুর রহমান সিফাতকে উদ্ধার করা না হয়, তবে সারাদেশের সকল স্বেচ্ছাসেবীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে আনন্দ সংঘ।” বিবৃতিতে মোহাম্মাদ আল-আমীন রাসেল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, “নিখোঁজ একজন নাগরিককে খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব। জনগণ এই ব্যর্থতা দেখে যেন আইনশৃঙ্খলা বাহিনীকে নিস্ক্রিয় মনে না করে।”