প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চিকাজানী ইউনিয়নে পশ্চিম ফারাজীপাড়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ শামীম মিয়া‌. দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি : . দেওয়ানগঞ্জে চিকাজানি ইউনিয়নে দুরন্ত স্পোর্টিং ক্লাব ৩০ জুলাই ২০২৫ বুধবার বিকেল ৪ ঘটিকায় বাঁশের ব্রিজ পশ্চিম ফারাজী পাড়া ননছা বাড়ী সংলগ্ন মাঠে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে l উক্ত খেলায় আব্দুল রাজ্জাক স্মৃতি ক্রিকেট একাদশ বিশ রানে জয়ী , ম্যাচ সেরা আশিকুর রহমান তিন ওভারের ১৪ রানে চার ইকেট , উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান মিয়া সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চিকাজানী ইউনিয়ন শাখা হাসান মিয়া বক্তব্য তে বলেন আগামী দিনে এর চেয়ে আরো ভালো খেলা উপহার দিব তোমাদের আমি তোমাদের পাশে থাকবো সবসময় l প্রধান বক্তা সরকার মোঃ জুবায়ের হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চিকাজানী ইউনিয়ন শাখা, পৃষ্ঠপোষক মোঃ তৌহিদুল ইসলাম তৌফিক সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চিকাজানী ইউনিয়ন শাখা উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ আরো উপস্থিত ছিলেন মোঃ রাশেদ মাহমুদ হাবিব তোফায়েল আহমেদ মোঃ আমির হোসেন মোঃ লাভলু মিয়া আইয়ুব নবী শাজাহান সিরাজ মোঃ লিমন মিয়া মোঃ শাকিল মিয়া মোঃ হাবিবুর রহমান হাবিব মোঃ রফিকুল হাসান রঞ্জু মোঃ আব্দুল কাসেম জাহাঙ্গীর আলম রেজাউল করিম মজিবর রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহুরুল মোঃ ফজলু মিয়া মোঃ বাচ্চু মিয়া আইয়ুব নবী সামিউল হক lউক্ত খেলায় সভাপতিত্বে তো করেন মোঃ আরিফ আহমেদ রানা যুবনেতা চিকাজানী ইউনিয়ন যুবদল l সঞ্চালনায় মোঃ রুবেল মিয়া সদস্য দুরন্ত স্পোর্টিং ক্লাব, পরিচালনায় ছিলেন জাহিদুল সম্রাট সুলতান আনু হৃদয় তারেক মারুফ আকাশ আমিনুল আরিফ আলী আয়োজনে দুরন্ত স্পোটিং ক্লাব বাঁশের ব্রীজ পশ্চিম ফারাজীপাড়া দেওয়ানগঞ্জ জামালপুর l

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন