প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে দুই হ্যাকার গ্রেপ্তার

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে দুই হ্যাকারকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল সাবগছি হাতিয়াদহ গ্রামে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম (৩৫), পিতা মৃত বাদশা মিয়া এবং মুন্না (২০), পিতা আব্দুর রশিদ নামের দুইজনকে আটক করে।

অভিযানকালে তাদের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ৫টি সিম কার্ড এবং একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

পরবর্তীতে গোবিন্দগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাহসিনুর রহমানের তত্ত্বাবধানে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযানে গোবিন্দগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান আসাদসহ পুলিশের একটি দল অংশ নেয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন