প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

আহসান হাবিব শিবলু, গাবতলী (বগুড়া) : বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল “বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি”। শপথ পাঠ ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার (১ আগস্ট ২০২৫) বেলা ৩টায়, বগুড়া শহরের মফিজ পাগলা মোড়ে অবস্থিত রোসাচ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সভাকক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বগুড়া ক্রীড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এইচ আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশীদ সাইন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার। অনুষ্ঠানে ১৬ সদস্যবিশিষ্ট একটি নবগঠিত কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হন মাজেদুর রহমান, সহ-সভাপতি সিয়াম সাদিক, সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ববিন। অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সাধারণ সম্পাদক রুম্মান, প্রচার সম্পাদক আমিন ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত সজল, ক্রীড়া সম্পাদক ওয়াসিম রেজা, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক খালেদ সিদ্দিকী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নিরব রায়। কার্যনির্বাহী সদস্যরা হলেন: রিয়াজ মাহমুদ, আল মামুন, বায়জিদ হোসাইন এবং পিয়াস। বক্তারা বলেন, আধুনিক যুগে সাংবাদিকতা যেমন মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে, তেমনি সময়ের দাবি ছিল একটি দক্ষ ও সংগঠিত প্ল্যাটফর্ম গড়ে তোলা। এই সংগঠনের মাধ্যমে মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার এবং নিরাপত্তা রক্ষার একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্যে আরও বলা হয়—দায়িত্বশীল সাংবাদিকতা, নৈতিকতার মানদণ্ড রক্ষা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত প্রশিক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই ইউনিটির প্রধান লক্ষ্য। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও নবনির্বাচিত নেতৃবৃন্দের অংশগ্রহণে কেক কাটা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়, যার মধ্য দিয়ে “বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির” আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন