প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বদলগাছীতে ডিবির অভিযানে ৫০পিচ ট্যাপেন্টাসহ চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী ফেন্সি আটক

বদলগাছীতে ডিবির অভিযানে ৫০পিচ ট্যাপেন্টাসহ চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী ফেন্সি আটক!  নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে সাগরপুর গোয়াল পাড়ায় অভিযান পরিচালনা করে ৫০ পিচ আমদানি নিষিদ্ধ টাপেন্টা ট্যাবলেট সহ একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদস্যরা। আটক আসামী হলেন, নওগাঁ জেলার বদলগাছী উপজেলা মিঠাপুর ইউনিয়নের সাগরপুর গোয়াল পাড়া গ্রামের আঃ খালেকের স্ত্রী ফেন্সি বেগম (৩৬) বলে জানা গেছে। রোববার (১৫ ই অক্টোবর ) রাত সাড়ে ১১ টার সময় নওগাঁ জেলা ডিবি পুলিশের সদস্যরা বদলগাছী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোড়ল এর বসত বাড়ির হতে ৫০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত ঐ নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ হাশমত আলী জানান, এ বিষয়ে ঐ নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন