প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় তিনটি হোটেলে ১৩ হাজার টাকা জরিমানা

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩১ জুলাই) শহরের রেলগেট, পৌরপার্ক ও হকার্স মার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযানে পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখা, নোংরা পরিবেশ এবং অপরিচ্ছন্ন রান্নাঘরের অভিযোগে তিনটি হোটেলকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত হোটেলগুলো হলো:

রেলগেট এলাকার শারমিন হোটেল,
পৌরপার্ক সামনের নিউ পূবালী হোটেল
হকার্স মার্কেটের শাহ আলম হোটেল।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।
সাথে ছিলেন:

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া,
ক্যাবের জেলা সভাপতি কে এম রেজাউল হক,
এবং গাইবান্ধা জেলা পুলিশের একটি দল।
এই অভিযান শহরের খাবারের মান উন্নয়ন এবং জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে পরিচালিত হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন