প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ঐহিক প্রেম

যুবক অনার্য

মিশ্র হয় অনুভুতি
সাকার নিরাকারে
অথচ
খন্ডিত অপবাদে
মেঘেরা এখনো বৃষ্টিহীন
অতিবর্ধিত ধুম্রজাল
শতাব্দীবাহিত
পদ্মার পলির মতো
ধর্মেরও চর জাগে
কে এসেছে সেজে অবতার
মৃতের সংগে মৃতের সম্পর্ক
মাটির সমান
তবু যে
কতো হিল্লোল
শুভেচ্ছা অধিবাস
শূন্যতার কাছাকাছি
যে যায়
ফিরে আসে সন্তের মোড়কে
লোকালয়ে
শুরু হয়
সুষুপ্ত সংস্করণ
এ পৃথিবীতে আমি জন্ম নিয়েছি
বহুবার
শুধু তোমাকে পেতে চেয়ে
নতুন মোড়কে
পুরনো সন্তের মতো
ঐহিক বেদনা ভালোবেসে

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন