
যুবক অনার্য
মিশ্র হয় অনুভুতি
সাকার নিরাকারে
অথচ
খন্ডিত অপবাদে
মেঘেরা এখনো বৃষ্টিহীন
অতিবর্ধিত ধুম্রজাল
শতাব্দীবাহিত
পদ্মার পলির মতো
ধর্মেরও চর জাগে
কে এসেছে সেজে অবতার
মৃতের সংগে মৃতের সম্পর্ক
মাটির সমান
তবু যে
কতো হিল্লোল
শুভেচ্ছা অধিবাস
শূন্যতার কাছাকাছি
যে যায়
ফিরে আসে সন্তের মোড়কে
লোকালয়ে
শুরু হয়
সুষুপ্ত সংস্করণ
এ পৃথিবীতে আমি জন্ম নিয়েছি
বহুবার
শুধু তোমাকে পেতে চেয়ে
নতুন মোড়কে
পুরনো সন্তের মতো
ঐহিক বেদনা ভালোবেসে