প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুর মহেড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সভা ও দলীয় কার্যালয় উদ্বোধন

আনোয়ার হোসেন ,স্টাফ রিপোর্টার: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল মির্জাপুর ১নং মহেড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে হিলড়া আদাবাড়ী মোকছেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ৩০ জুলাই ২০২৫ ইং বুধবার কর্মীসভা ও দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও দুইবারের সাবেক এমপি আবুল_কালাম_আজাদ_সিদ্দিকী।।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, । মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসিন । টাঙ্গাইল জেলার বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো জুলহাস মিয়া, হাজী মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম আসাদ শহীদ, । যুগ্ম-সম্পাদক আলতাফ মিয়া, মোঃ আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো আলম মৃধা। উক্ত_কর্মীসভায়_উপস্থিত_ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং মির্জাপুর উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ১নং মহেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। । সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি, মো_শফিকুল ইসলাম। সঞ্চালনায় মহেড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো_সুমন খান। ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন