প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষকের বিদায় সংবর্ধনা

আনোয়ার হোসেন , স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল মির্জাপুরের সনামধন্য বিদ্যালয় মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, সহকারী শিক্ষক হাজিব আল মনসুর ও আলো রানী পোদ্দার মহোদয়গনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় । ৩১ জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার দুপুরে এই তিনজন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় । মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম । এ সময় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আতিকুর রহমান সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগণ , অভিভাবক, অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী , ছাত্র-ছাত্রী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । প্রধান অতিথি সহ সকল বক্তাগণ বিদায়ী শিক্ষকবৃন্দের দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাদের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন