প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কাঁচপুরে শান্তি সমাবেশ সফল করতে বিশাল মিছিল নিয়ে সমাবেশে রঞ্জুর যোগদান

কাঁচপুরে শান্তি সমাবেশ সফল করতে বিশাল মিছিল নিয়ে সমাবেশে রঞ্জুর যোগদান। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য,অপরাজনীতি ও দেশ বিরোধী ষরযন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে কাঁচপুরের শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করতে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী ও কায়েত পাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল আহমেদ রঞ্জুর কয়েক শত নেতাকর্মী নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন। কামাল আহমেদ রঞ্জু বলেন কাঁচপুরের সমাবেশ হয়েছে স্মরণ কালের সেরা সমাবেশ।কাঁচপুরের শান্তি ও উন্নয়ন সমাবেশে লাখো নেতাকর্মীর জন স্রোত। তিনি আরো বলেন কেন্দ্রীয় কর্মসুচি হিসেবে কাঁচপুরের জনসভা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ। সেজন্য এ সমাবেশের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশী। শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি,পাট ও বস্ত্র মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি, জাহাঙ্গীর কবির নানক, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান,নজরুল ইসলাম বাবু এমপি সহ কেন্দ্রীয় আওয়ামীলীগ জেলা, থানা আওয়ামীলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।পরি শেষে কামাল আহমেদ রঞ্জু সকলের মাঝে লিফলেট বিতরন ও লিফলেটের মাধ্যমে রূপগঞ্জের সকল উন্নয়নের কথা তুলে ধরেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন