
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলীতে অবৈধ কয়লা কারখানায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে। বুধবার বিকেলে অভিযান পরিচালনাকালে দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন– মো. মনির মিয়া (পিতা: মুঞ্জুরুল ইসলাম) ও মো. আশিক মিয়া (পিতা: লুৎফর রহমান)। তারা দুজনেই নশিরারপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযানকালে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল।