
ফটিকছড়ি প্রতিনিধি: সবুজে মোড়া স্বপ্নের ফটিকছড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছে ফটিকছড়ি উপজেলা ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও ২নং দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শাহেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ৪নং ভূজপুর ইউনিয়ন ছাত্রদলর সিঃ সহ সভাপতি,এস.এম হোসাইন,সাধারণ সম্পাদক, মোঃ ইলিয়াছ বাঁচা,৩নং নারায়নহাট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, মোঃ হেদায়েতুল ইসলাম (হাসান),২নং দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃরাফি আকবর ছাত্রদলনেতা,মোঃশাহিদুল ইসলাম (মাসুদ) মোঃইসমাঈল,মোঃশাহিন,মোঃদেলোয়ার,মোঃ মানিক,ই এইচ রিহান,আশ্রাফ,জিসান,মোঃপারভেজ প্রমুখ। এতে বক্তারা বলেন, ‘ছাত্রদলের হাত ধরে গড়ে উঠবে পরিবেশবান্ধব আগামী।’