
শংকর ঋষি,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদের হল রুমে সকাল ১২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শাল্লা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম(অঃদা)এর , সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপার ভাইজার কালিপদ দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস , তিনি তার বক্তব্য উল্লেখ করে বলেন শিক্ষার মান উন্নয়নে অভিবাকদের কাছে অনুরোধ রহিল যাতে স্কুল, কলেজে ছাত্র ছাত্রীরা স্মার্টফোন না নেয়ার জন্য আহবান জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ দাস অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), শাল্লা সরকারি ডিগ্রি কলেজ, বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, জামাতের নেতা মাওলানা নুরে আলম সিদ্দিকী শাল্লা উপজেলা, কৃষি অফিসার শুভজিৎ রায় , এটিও তাপষ কুমার রায়,শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, দামপুর আট পাড়া দাখিল মাদ্রাসার সুপার মতিউর রহমান, গোবিন্দ চন্দ্র বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি পাল দাস মিল্টন, প্রমূখ।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,ভিবিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, ছাত্র-ছাত্রী ও অবিবাভক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২০২২/২৩ অর্থ বছরের শ্রেষ্ঠ ১৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন